আজ অমর ২১ শে ফেব্রুয়ারি
আজ অমর ২১ শে ফেব্রুয়ারি।এ দিন আমাদের সকলের কাছে অত্যন্ত স্মরণীয় দিন।আজ বাংলার দামাল ছেলেরা নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছে নিজের ভাষা বাংলাকে,স্বীকার করেছে মহান আত্নত্যাগ,বুঝিয়ে দিয়েছে বাঙালিরা নিজের দেশকে কতই না ভালবাসে!!
তাদের এ আত্মত্যাগকে সম্মান জানাতে আজ CHRDF আয়োজন করা হয় প্রভাতফেরী, শহিদ মিনারে ফুল প্রদান ও আলোচনা সভার।এছাড়া CLC কর্তৃক আয়োজিত অনুষ্ঠান আমি যথাসাধ্য পরিশুদ্ধ বাংলায় উপস্থাপনা করি এবং উপস্থিত সকলে এ দিন এর তাৎপর্য সম্পর্কে নিজের ভাব প্রকাশ করে।
উপস্থিত ছিলেন সংঘঠনের সভাপতি জনাব মহিউদ্দিন,সম্মানিত প্রধান সমন্বয়কারী সম্পাদক জনাব কায়সার হামিদ,সম্মানিত অভিভাবক ও সমন্বয়কারী ও প্রশিক্ষক জনাব মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক জনাব আবিদ বিন কাসেম, অর্থায়ন সম্পাদক জনাব সাদ্দাম হোসেন, প্রশিক্ষক জনাব সম্রাট শাহজাহান, অফিস সম্পাদক তারেকুর রহমান,সংঘঠনের সদস্য আরিফুর রহমান,আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন CLC KIDS CLUB এর সদস্য - নাবিল,ন্যাইনা,নিখিতা,রিপা,মাহি,তাহসিন,
ইলহাম,শিহাব,তাওসিফ,সাদিয়া।
তাদের এ আত্মত্যাগকে সম্মান জানাতে আজ CHRDF আয়োজন করা হয় প্রভাতফেরী, শহিদ মিনারে ফুল প্রদান ও আলোচনা সভার।এছাড়া CLC কর্তৃক আয়োজিত অনুষ্ঠান আমি যথাসাধ্য পরিশুদ্ধ বাংলায় উপস্থাপনা করি এবং উপস্থিত সকলে এ দিন এর তাৎপর্য সম্পর্কে নিজের ভাব প্রকাশ করে।
উপস্থিত ছিলেন সংঘঠনের সভাপতি জনাব মহিউদ্দিন,সম্মানিত প্রধান সমন্বয়কারী সম্পাদক জনাব কায়সার হামিদ,সম্মানিত অভিভাবক ও সমন্বয়কারী ও প্রশিক্ষক জনাব মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক জনাব আবিদ বিন কাসেম, অর্থায়ন সম্পাদক জনাব সাদ্দাম হোসেন, প্রশিক্ষক জনাব সম্রাট শাহজাহান, অফিস সম্পাদক তারেকুর রহমান,সংঘঠনের সদস্য আরিফুর রহমান,আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন CLC KIDS CLUB এর সদস্য - নাবিল,ন্যাইনা,নিখিতা,রিপা,মাহি,তাহসিন,
ইলহাম,শিহাব,তাওসিফ,সাদিয়া।
No comments