Header Ads

Header ADS

CHRDF পরিবারের ছনখোলা মডেল হাইস্কুল পরিদর্শন

CHRDF পরিবারের ছনখোলা মডেল হাইস্কুল পরিদর্শনঃ
কক্সবাজার শহরের খুব কাছের হলেও পিএমখালীর সবচেয়ে অবহেলিত গ্রাম ছনখোলার এক অনন্য নাম হচ্ছে ছনখোলা মডেল হাইস্কুল।২০১৫সালে প্রতিষ্ঠিত হয়ে খুব অল্প সময়ের মধ্যে কক্সবাজারের সাড়া জাগানো এই স্কুলটি পরিদর্শনে আসবেন আসবেন বলে, কর্মব্যস্ততার কারনে আসা হচ্ছিলনা কক্সবাজারের যুব সমাজের আদর্শ, কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএইচআরডিএফ) এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহি'র।বিভিন্ন মাধ্যমে ছনখোলা মডেল হাইস্কুলের ধারাবাহিক সাফল্যের কথা শুনলেও গতকাল ঠিকই চলে আসেন স্কুলটি সচক্ষে দেখতে।এসেই তিনি ছাত্র-ছাত্রিদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে অত্র স্কুলেও একটি ইংলিশ ক্লাব খোলার প্রতিশ্রুতি দেন।মোহাম্মদ মহিউদ্দিন মহি বলেন,আমি নিজে না আসলে হয়তো কখনোই বুঝতামনা এই গ্রামে এতো প্রতিভা লুকিয়ে আছে।ইংরেজি এবং কম্পিউটারে দক্ষতা অর্জনের মাধ্যমে তোমরা তোমাদের এই প্রতিভাকে কাজে লাগাও। তিনি এই স্কুলের জন্য একটি পানি পরিশোধক, পাঁচটি হোয়াইট বোর্ড এবং মার্কার কলম ক্রয়ের জন্য প্রতি মাসে একহাজার টাকা করে অনুদান ঘোষনা করেন।সাথে ছিলেন পিএমখালীর কৃতি সন্তান,CHRDF এর সমন্বয়ক কায়সার হামিদ,অর্কিড টিউটোরিয়াল হোমের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান,কক্সবাজার লেংগুয়েজ সেন্টারের ইন্সট্রাকটর সবুজ।কায়সার হামিদ তার বক্তব্যে ছাত্র-ছাত্রিদের উদ্দেশ্যে বলেন,তোমাদেরকে সবার আগে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।একজন ভালো মানুষ হতে যা যা প্রয়োজন তোমাদের তাই করতে হবে।তিনি কোমলমতি ছাত্র-ছাত্রিদের জন্য তার ব্যক্তিগত পক্ষথেকে স্কিপিং এবং ক্রিকেট সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেন।বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলী,সহঃপ্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ, সাদ্দাম হোসেন,বেবি তাসনিম,সুমাইয়া আকতার মুন্নি প্রমুখ। প্রধান শিক্ষক জাকের হোসেন বলেন,মহিউদ্দিন মহি ভাইয়ের মত একজন ব্যক্তিত্বকে ছনখোলা মডেল হাইস্কুলে পেয়ে আমরা স্কুল পরিবার নিজেদের ধন্য মনে করছি।




No comments

Powered by Blogger.