পরিক্ষায় ভালো ফলাফলের জন্য মেধা নয়,চেষ্টাই যথেষ্ট
পরিক্ষায় ভালো ফলাফলের জন্য মেধা নয়,চেষ্টাই যথেষ্ট
বিতর্ক ছাত্র ছাত্রীদের আত্ববিশ্বাস সৃষ্টির এক অনন্য মাধ্যম!আজ কক্সবাজারে বহুল আলোচিত প্রতিষ্ঠান কক্সবাজার ল্যাংগুয়েজ সেন্টারে অনুষ্টিত হল ''পরিক্ষায় ভালো ফলাফলের জন্য মেধা নয়,চেষ্টাই যথেষ্ট। '' শিরোনামে সংসদীয় বির্তক। এখানে ইংরেজি ভাষা শিখতে আশা প্রায় এক শত শিক্ষার্থী উপস্হিত ছিল।
আজকের এই সংসদীয় বির্তকে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন "opposition party " এর দলীয় নেত্রী রামিছা চৌধুরী রিসতা এবং তার দলই বিজয়ী হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CHRDF এর সম্মানিত চেয়ারম্যান
জনাব " Muhammad Mohiuddin sir"
জনাব " Muhammad Mohiuddin sir"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল,সাদ্দাম হোসেন, Arif Azad, Ar Raahim, Sabuj Coxs, Imran Mahmud, Ariful Azam, Sazedul Karim Sajed
speaker হিসেবে দায়িত্ব পালন করেছে Oth Mizanur Rahman
No comments